kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

খালেদার মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির অনশন

নোয়াখালী প্রতিনিধি   

২৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়েছে।

নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অনশন কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সুধারাম থানা বিএনপির সভাপতি সলিম উল্লাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা