kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

নগরবাসীকে মাদক রুখে দাঁড়াতে হবে : মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুধু সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে নগরবাসীকে স্বনির্ভর হয়ে মাদক রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘প্রত্যেকে নিজ নিজ অবস্থানে ঠিক থাকলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। মাদকাসক্তদের প্রথমে পরিবার থেকে, এরপর সমাজ থেকে সচেতন করতে হবে।’

রবিবার নগরের চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ড আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু।

সভায় করপোরেশনের আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট  জাহানারা ফেরদৌস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা