kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়াত সাংবাদিক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ‘সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুলমাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাফ্ফর হোসেন, যুবলীগ নেতা আ জ ম রাশেদ, প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, ফয়জুল আলম প্রিন্স, ফখরুল ইসলাম, শিক্ষক সন্তোষ কুমার চৌধরী, দিলীপ কুমার দাশ, অজিত দে প্রমুখ। টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় পদ্মা একাদশ ও ইছামতি একাদশ।

মন্তব্যসাতদিনের সেরা