kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

অপরাধপ্রবণ এলাকায় সিসি ক্যামেরা দিচ্ছে কেএসআরএম

১৩ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম নগরের অপরাধপ্রবণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনে কেএসআরএম পুলিশকে সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন শিল্প প্রতিষ্ঠানটির  ডিএমডি শাহরিয়ার জাহান। তিনি বলেন, ‘অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে যেকোনো সামাজিক কর্মকাণ্ড ও ভালো কাজে সবসময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশে থাকবে কেএসআরএম।’

নগরের বাগমনিরাম ওয়ার্ড এলাকায় সিসি ক্যামেরার স্থাপনের সময় তিনি এ কথা বলেন। শুক্রবার এই ওয়ার্ডের অপরাধপ্রবণ ৬৪ স্থানে কেএসআরএম-এর উদ্যোগে উচ্চ ক্ষমতাসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তির  সিসি ক্যামরা স্থাপনের কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে ৩২ স্থানে সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনসহ কেএসআরএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা