kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

আগুনে ঘর ছাই মাদ্রাসাছাত্রী দগ্ধ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপজেলার পূর্ব চাম্বল আযানিপাড়ায় সোমবার রাতে আগুনে দুটি ঘর পুড়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রী আয়শা সিদ্দিকা (৮) দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। একই ঘটনার বিরোধে ছুরিকাহত  মো. আলমগীর (৪২) বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী তাহের আহম্মদের সঙ্গে বসতভিটা নিয়ে দুই ভাই জাহাঙ্গীর ও মো. আলমগীরের বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৯টায় ওই বিরোধের জের ধরে আলমগীরকে ছুরিকাঘাত করা হয়। এর পর রাত ১১টায় ঘুমন্ত অবস্থায় জাহাঙ্গীর ও তাঁর ভাইয়ের ঘরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

চাম্বল ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক বলেন, ‘আলমগীর ছুরিকাহত হওয়ার পর বিষয়টি মঙ্গলবার মীমাংসা করে দেওয়ার কথা বলেছিলাম। মীমাংসার আগে অগ্নিকাণ্ড এবং এক শিশু দগ্ধ হওয়ার ঘটনাটি দুঃখজনক।’

বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা