kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

বাসন্তী চাকমার অপসারণ দাবি

মাটিরাঙা (খাগড়াছড়ি) প্রতিনিধি   

৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাকে অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সচেতন মাটিরাঙাবাসীর ব্যানারে সমাবেশে বক্তারা বলেন, শান্তির জনপদ পার্বত্য চট্টগ্রামকে নতুন করে অশান্ত করার ষড়যন্ত্রে মেতে ওঠেছে একটি মহল। ২৬ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছেন বাসন্তী চাকমা।

মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, বাঙালি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আবদুল মজিদ, সলেন চাকমা, মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মো. হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন। পরে বিক্ষুব্ধ জনতা বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করেন।

মন্তব্যসাতদিনের সেরা