kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরকে স্মরণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৌদ্ধদের ধর্মীয় গুরু মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর ২৫তম প্রয়াণ দিবসে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব চট্টগ্রাম উত্তর জেলা নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে ছিল অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের ৩৩০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ, আলোচনাসভা ও শ্রদ্ধা নিবেদন। শনিবার রাউজান বৃহত্তর

হোয়ারাপাড়া গ্রামের অগ্রসার মহাকমপ্লেক্সে (সুদর্শন মহাবিহার) প্রাঙ্গণে অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন সংগঠনের সহসভাপতি ভদন্ত দেবমিত্র থের।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক ড. সুমন বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. সুব্রত বরণ বড়ুয়া। সভাপতিত্ব করেন ভদন্ত সুমঙ্গল। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন বড়ুয়া।

অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সুমিত্তানন্দ থের, অধ্যক্ষ সংঘানন্দ থের, অধ্যক্ষ সুলেখা পাল, অধ্যাপক স্মৃতি বড়ুয়া। বক্তব্য দেন উজ্জ্বল বড়ুয়া, মিন্টু, সবুজ বড়ুয়া শুভ, লায়ন উত্তম কুমার বড়ুয়া এমজেএফ, সত্যজিৎ বড়ুয়া, স্বপন চন্দ্র বড়ুয়া, শিক্ষক মান্না বড়ুয়া, মিন্টু বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া প্রমুখ।

পরে অতিথিরা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর রাউজান অগ্রসার মহাকমপ্লেক্সস্থ বিশুদ্ধানন্দ মহাথেরর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বক্তারা সুন্দর সমাজ গড়তে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

 

মন্তব্যসাতদিনের সেরা