kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগমের মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগমের মা জাহানারা বেগম (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অনেক নাতি-নাতনি রেখে যান।

‘রত্নাগর্ভা’ জাহানারা বেগমের মৃত্যুতে নগর পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান। এ ছাড়া বিভিন্ন মহল তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা