kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

চিকিৎসায় সাহায্যের আবেদন

শাহজাহানের দুটি কিডনি অকেজো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহজাহানের দুটি কিডনি অকেজো

রাউজান উপজেলার দেওয়ানপুর অ্যাডভোকেট মহরম মিয়ার বাড়ির মৃত তজুমিয়ার ছেলে মো. শাহজাহান (৫০)। তাঁর দুটি কিডনি অকেজো হয়ে গেছে। প্রবাসে কর্মরত থাকা অবস্থ্ায় কিডনি রোগে আক্রান্ত হন তিনি। এর পর দেশে ফিরে বিগত তিন বছর যাবত চিকিৎসাধীন আছেন। ইতোমধ্যে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে তাঁর। নিজের স্ত্রীর একটি কিডনি প্রতিস্থাপন করেও কাজ হয়নি। এ অবস্থায় দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁকে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ জন্য খরচ হবে আরো ৩০ লক্ষ টাকা। এ অবস্থায় মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন শাহজাহান। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বিশ্ববিদ্যালয়-স্কুলে অধ্যয়নরত পাঁচ ছেলেমেয়ের ভবিষ্যৎও অন্ধকার হয়ে পড়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা : ব্যাংক হিসাব: মি. শাহজাহান, ০০১২১০০০৯৯৬২৪ ইউসিবিএল ব্যাংক, পথের হাট শাখা, রাউজান। ফোন : ০১৮৭৯-০৯৯৩৬২।

মন্তব্যসাতদিনের সেরা