kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

চট্টগ্রাম অঞ্চলে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের মিজোরাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাইহা এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে চট্টগ্রাম অঞ্চলেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা ৫৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। উৎপত্তিস্থল মিজোরামের সাইহা জেলার ১১.৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের উপকেন্দ্র বান্দরবান থেকে ৭৫.৫ কিলোমিটার, চট্টগ্রামের সাতকানিয়া থেকে ৯৬.৫ কিলোমিটার এবং মিয়ানমারের হাকা থেকে ৭৭ কিলোমিটার দূরে। চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ওই ভূকম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা