kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

‘মা সন্তানের প্রথম শিক্ষক’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘মা সন্তানের প্রথম শিক্ষক’

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা। ছবি : কালের কণ্ঠ

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) আত্মপ্রকাশ অনুষ্ঠান গত শুক্রবার নগরের চেরাগী পাহাড়ে আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী আচার্য ও নিরূপমা দেবনাথ। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন অ্যাডভোকেট তপন কান্তি দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শিক্ষাবিদ অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল্যায়ন কর্মকর্তা অধ্যাপক ড. শুক্লা রক্ষিত। প্রধান বক্তা ছিলেন যশোদা-নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর। বিশেষ অতিথি ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথ, চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ, অ্যাডভোকেট শুভাশীষ শর্মা, অধ্যাপক অসীম চক্রবর্তী।

ড. শুক্লা রক্ষিত বলেন, ‘সমগ্র সমাজ ব্যবস্থাকে সমৃদ্ধ করতে মাতৃ সমাজের কোনো বিকল্প নেই। আজকের প্রজন্মকে আলোকিত করতে হলে মায়েদের আলোকিত হতে হবে। একজন যোগ্য মা-ই পারে একজন আদর্শ সন্তান গড়ে তুলতে। মা-ই সন্তানের কাছে প্রথম শিক্ষক এবং পরিবার প্রথম বিদ্যালয়।’

মন্তব্যসাতদিনের সেরা