kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

শোক

লামা (বান্দরবান) প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশোক

মোহাম্মদ ইসমাঈল

লামা উপজেলা আওয়ামী লীগ  সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও এবারের উপজেলা নির্বাচনে দলের প্রার্থী মোহাম্মদ ইসমাঈল মারা গেছেন।

শুক্রবার রাতে নির্বাচনী প্রস্তুতিসভা চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শনিবার দুপুরে আসরের নামাজের পর লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা