kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

চবিতে নাট্যোৎসব কাল থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘মহান মুক্তিযুদ্ধের চেতনায়  শাণিত’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে (চবি) তিন দিনব্যাপী বার্ষিক নাট্যোৎসব আগামীকাল সোমবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে ৩য় বারের মতো এ নাট্যোৎসব হচ্ছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে সোমবার দুপুুর ১২ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. সেকান্দর চৌধুরী। অতিথি থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

জানা যায়, তিন দিনব্যাপী এই উৎসবে ক্যাম্পাসের উন্মুক্ত মঞ্চ, জারুলতলা ও নাট্যকলার জিয়া হায়দার স্টুডিওতে ১৭টি নাটক মঞ্চায়িত হবে। চবি নাট্যকলা বিভাগ, ঢাকা, চট্টগ্রাম মহানগর ও কুমিল্লা থেকে বিভিন্ন নাট্যদল এ আয়োজনে অংশ নিচ্ছে।

চবি নাট্যকলা বিভাগের সভাপতি শামীম হাসান বলেন, ‘এবারের উৎসব অন্য বছরের তুলনায় বড় পরিসরে হচ্ছে।’

মন্তব্য