kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

আগুনে পুড়ল চার ঘর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চার বসতঘর। কধুরখীল মিলন মন্দির এলাকা ও পৌর সদরের বণিকপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আবেদীন বলেন, ‘সোমবার দিবাগত গভীর রাতে কধুরখীল মিলন মন্দির এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে শান্তনু চৌধুরী, প্রদীপ চৌধুরী ও বাবু চৌধুরীর বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বণিক পাড়ার সবিতা বণিকের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা