kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফ সাগর উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে তাঁদের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকা থেকে উদ্ধার করা হয়। এঁরা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বসবাসরত রোহিঙ্গা নাগরিক।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় বিজিবি ২২ রোহিঙ্গাকে উদ্ধার করে। এঁদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সময়ে টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে মালয়েশিয়াগামী ৭০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৮ জন নারী রয়েছেন। এঁদের সঙ্গে চার দালালকে আটক করা হয়। তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ মামুন ও উখিয়ার আব্দুল কাদের।

মন্তব্য