kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

আগুনে তিন কলোনির শতাধিক ঘর ছাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনগরের অক্সিজেন এলাকায় আগুনে তিনটি কলোনির শতাধিক কাঁচাঘর পুড়ে গেছে। শনিবার রাত ১০টায় কেডিএস গার্মেন্টেসের পেছনে জসিমের কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অফিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এতে জসিমের কলোনি, রহিমের কলোনি এবং আলী আকবরের কলোনির ঘর পুড়ে যায়।’

তিনি জানান, খবর পেয়ে বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের মোট নয়টি গাড়ি রাত পৌনে একটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা