kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে অতিথিরা।

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও সালতানাত অব ওমান শাখার এশায়াত মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউসুল আজম দরবার শরীফের অধ্যক্ষ শাহসুফি আল্লামা ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। তিনি বলেন, ‘নবীর যুগের ১৪৫০ বছর পর এসে প্রিয় রাসুলের প্রেমের রুশনিতে মহান মোর্শেদ হযরত গাউসুল আজম (রা.) জগতবাসীকে জাগালেন তাকওয়ার উপলব্ধিতে। কাগতিয়ার নিভৃত পল্লী থেকে যে তরিক্বতের সূচনা হয়েছিল তা আজ গাউসুল আজমের অশ্রুসিক্ত দোয়ার ফলশ্রুতিতে বিশ্বের প্রতিটি প্রান্তরে পৌঁছে গেছে।’

নূর মুহাম্মদ সিকদারের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা শফিউল আলম, মাওলানা মাহাবুবুল আলম বোগদাদী প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন কমিটির দুবাই শাখার সভাপতি মনির উদ্দিন ও হারুন এম আজাদ। বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা