kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ : মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘দেশের এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হবে। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গতকাল সোমবার নগরের সিআরবি শিরীষতলায় ‘ইয়ং বাংলা’ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন আয়োজিত ‘লেটস টক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনই ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর শুরু হয় ষড়যন্ত্রের রাজনীতি আর সাম্প্রদায়িক বিষবাষ্প। এই সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন অপরাজনীতি, ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।’

অনুষ্ঠানে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগম বলেন, ‘খাল, নালায় পলিথিন ব্যাগ ফেলার কারণে পানির স্বাভাবিক গতি প্রবাহ নষ্ট হয়। নগরে জলাবদ্ধতা সৃষ্টির জন্য এই পলিথিন ব্যাগ অনেকাংশেই দায়ী।’

অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খানম, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ফরিদুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অধ্যাপক মো. জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য