kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

ফেনীতে ইসলামী আন্দোলন প্রার্থীদের মতবিনিময়

ফেনী প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীতে ইসলামী আন্দোলন মনোনীত তিন প্রার্থী কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার শহরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (সদর) আসনে মাওলানা নুরুল করীম বেলালী ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মনোনীত প্রার্থী মাওলানা আবদুর রাজ্জাক বক্তব্য দেন। সাধারণ সম্পদক মুহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি মাওলানা নুরুল করিম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রহমান গিলমান, উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ আজমী প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা