kalerkantho

বিড়ালছানা উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনগরের জামালখান এলাকায় টিনের ফাঁকে আটকে থাকা একটি বিড়ালছানা উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শনিবার দুপুরে এ অভিযান চলে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুত্সুদ্দী জানান, জামালখান এলাকায় একটি ভবন নির্মাণকাজে টিন লাগানো হয়। সেই টিনের ফাঁকে একটি বিড়াল আটকে গিয়েছিল।

বিষয়টি একজন ছাত্র ফায়ার সার্ভিসকে জানালে একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিড়ালটিকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া ছাত্র রাজ দত্ত জানান, তাঁদের বাসার পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছে। সেখানে টিন লাগানো হয়েছে। ওই টিনের কাছেই এসির বক্সের নিচে বিড়ালটি দুদিন ধরে আটকে ছিল। সেখান থেকে বিড়ালটি বের হতে পারছিল না। বিষয়টি জেনে প্রথমে তাঁরা উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

মন্তব্য