kalerkantho

শনিবার । ১৬ ফাল্গুন ১৪২৬ । ২৯ ফেব্রুয়ারি ২০২০। ৪ রজব জমাদিউস সানি ১৪৪১

যমুনা অয়েলের নতুন এমডি গিয়াস উদ্দিন আনচারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযমুনা অয়েলের নতুন এমডি গিয়াস উদ্দিন আনচারী

যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)

সিনিয়র মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মো. গিয়াস উদ্দিন আনচারী। সমপ্রতি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাঁকে যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়।

গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে যমুনা অয়েল কম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।

মো. গিয়াস উদ্দিন আনচারী চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. ওসমান আনচারী বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) এম.কম (হিসাববিজ্ঞান) ডিগ্রি নেন।

এছাড়া তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। মো. গিয়াস উদ্দিন আনচারী ১৯৯১ সালে বিপিসিতে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে তিনি বিপিসিতে মহাব্যবস্থাপক ও সিনিয়র মহাব্যবস্থাপক হিসেবে হিসাব, অর্থ, নিরীক্ষা এবং বাণিজ্য ও অপারেশন বিভাগে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন সকরেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা