kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

চুয়েটে ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চারটি অনুষদের ১০ বিভাগে স্নাতক কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তীচ্ছু প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর। এবার আসন সংখ্যা বাড়িয়ে ৮৩০টি করা হয়েছে। এছাড়া ১১টি উপজাতি কোটা থাকবে।

চুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টিসহ মোট ১৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। আগে স্নাতক কোর্সে ৭০০ আসনে ভর্তি করা হতো।

ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে। অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী ৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

 

মন্তব্য