kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

নোয়াখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মণ্ডল, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুল হাসান মীরন প্রমুখ।

উদ্বোধনী খেলায় সুবর্ণচর উপজেলা চাটখিল উপজেলার মুখোমুখি হয়। এতে সুবর্ণচর উপজেলা ৩-০ গোলে জয়লাভ করে।  দ্বিতীয় খেলায় কোম্পানীগঞ্জ উপজেলা কবিরহাট উপজেলার মুখোমুখি হয়। এতে কবিরহাট ১-০ গোলে কোম্পানীগঞ্জকে পরাজিত করে।

উল্লেখ্য, নোয়াখালীর ৯ উপজেলা এবং নোয়াখালী পৌরসভা দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে এ খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে খেলবে।

 

মন্তব্যসাতদিনের সেরা