kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

ফজলে করিম বললেন

কাপ্তাই সড়ক চার লেন করার চেষ্টা চলছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাঙামাটি সড়ক চার লেন হচ্ছে। কাপ্তাই সড়কও আঞ্চলিক সড়ক থেকে জাতীয় সড়কে অন্তর্ভুক্ত করে চারলেন করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন  রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি  সোমবার নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম। কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক উৎপল কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া প্রমুখ।

 

মন্তব্য