kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

গশ্চি স্কুল ছাত্রছাত্রী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগশ্চি  স্কুল ছাত্রছাত্রী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজান গশ্চি স্কুল ছাত্রছাত্রী পরিষদের পুরস্কার বিতরণ। ছবি : কালের কণ্ঠ

রাউজান গশ্চি  উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রাউজান উপজেলা আন্তফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়।

ছাত্রছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুণের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার পাশা, প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, শামিম আল আজাদ ও সৈয়দ মোহাম্মদ হোসেন।

পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হায়দারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন  ফখরুল ইসলাম, সন্তোষ চৌধুরী, সাইগল ইসলাম, দিলিপ কুমার দাশ, মোহাম্মদ সেলিম, আলমগীর হোসেন, অসীম দে, জোনায়েদুল ইসলাম, বদিউল আলম, জালাল উদ্দীন চৌধুরী, আশিষ কুমার বৈদ্য, অজিত দে, অদিতি চৌধুরী, শাহাদাত হোসেন, রুহুল কাদের, মেহেদী হাসান, সামি, জিহান, সিহাব, সজিব, আনসার আলী প্রমুখ।

 

মন্তব্য