kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

নোয়াখালীতে বিএনপি নেতার পদত্যাগ, যোগ দিচ্ছেন আ. লীগে

নোয়াখালী প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিয়ে বিএনপির এক নেতা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নেয়াজপুর ইউনিয়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তাঁর পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় তিনি বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড এবং নেতাকর্মীদের আচরণে অসন্তুষ্ট হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

১৯৭৬ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকা এই নেতা ভবিষ্যতে আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

 

মন্তব্যসাতদিনের সেরা