kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

রাউজানে একসঙ্গে তিন শিশু প্রসব

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাউজানে একসঙ্গে তিন ছেলেসন্তান প্রসব করেছেন এক মা। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাইওনিয়র হাসপাতালে তিন শিশুর জন্ম হয়। এর মধ্যে দুই শিশুর ওজন ৭০০ গ্রাম, আরেকটি ৬০০ গ্রাম। অসুস্থ থাকায় মা রেশমা আকতার ও তিন শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাইওনিয়র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুভময় দাশগুপ্ত রাজু বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি রেশমা।

মন্তব্য