kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

কক্সবাজারে পাঁচ লাখ ইয়াবাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে পাঁচ লাখ ইয়াবাসহ আটক ৮

বঙ্গোপসাগরে গতকাল র‌্যাবের অভিযানে আটক আট পাচারকারীসহ পাঁচ লাখ ইয়াবার চালান। ছবি : কালের কণ্ঠ

বঙ্গোপসাগরের কক্সবাজারের তীরবর্তী এলাকা থেকে ১৫ কোটি টাকা মূল্যের পাঁচ লাখ ইয়াবাসহ আটজনকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকালে একটি মাছধরার নৌকা ধাওয়া করে নৌকাসহ ওই আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরা এলাকার বাসিন্দা কালু মাঝি, রফিক, রফিকুল, হাসান, হাসমত আলী, নুরুল আলম, নাসির ও মজিবুল ইসলাম।

র‌্যাব-৭-এর কম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, মাছ ধরার নৌকায় বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে আনা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহম্মদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা কক্সবাজার উপকূলীয় এলাকায় অভিযান চালান। এ সময় একটি মাছধরার নৌকা তল্লাশি করে মাদক চালানটি উদ্ধার করা হয়।সাতদিনের সেরা