kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

সুবর্ণচরে ভবনধসে শ্রমিক নিহত

নোয়াখালী প্রতিনিধি   

১ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ভবনধসে পড়ে মো. কামাল হোসেন (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩২) নামে আরেক শ্রমিক আহত হন। রবিবার বিকেলে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের উত্তর আল-আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কামাল হোসেন চরওয়াপদা গ্রামের আনার আলীর ছেলে।

জানা যায়, পদ্মা অয়েল কম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে ঠিকাদার আল আমিন হোসেন ওমরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণকাজ করছেন। প্রতিদিনের মতো রবিবার সকাল থেকে শ্রমিকরা কাজ শুরু করেন। বিকেলে নতুন ভবনটির ছাদ নির্মাণের কাজ চলছিল। এ সময় ছাদের নিচে বাঁশ দেওয়ার কাজ করছিলেন কামাল, মাসুদসহ কয়েকজন শ্রমিক। বিকেল তিনটার দিকে হঠাৎ ছাদটি ধসে পড়ে। এতে ছাদের নিচে থাকা শ্রমিক কামাল হোসেন ও মাসুদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চরজব্বর হাসপাতালে নেওয়ার পথে কামাল হোসেনের মৃত্যু হয়। আহত মাসুদকে চর জব্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা