kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

সিইউজের নির্বাচন ৩১ জানুয়ারি

২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ৩০ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সিইউজের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতে ‘চট্টলবীর’ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোকপ্রস্তাব পাস এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সভায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সহসভাপতি নিরুপম দাশগুপ্তের আশু রোগমুক্তি কামনা করা হয়।

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, ইউনিট প্রধান সমীর কান্তি বড়ুয়া, হাসান আকবর, মিহরাজ রায়হান, মোহাম্মদ আলী পাশা, নুরুল আমিন চৌধুরী, আবদুর রউফ পাটোয়ারী ও মাসুদুল হক। বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা