kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

নোয়াখালীতে আগুনে ১০ দোকান ছাই

নোয়াখালী প্রতিনিধি   

২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেলা শহর মাইজদীর ইসলামিয়া সড়কের জোনাকী ক্লাব সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে। প্রায় এক ঘন্টা  ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেছনে একটি লেপতোষকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের

লেলিহান শিখা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে মসজিদ, স্থানীয় মোহামেডান ক্লাব অফিসসহ ১০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

তবে মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার হুমায়ূন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য