kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

দুদক কমিশনার বললেন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির কোনো ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, কোচিং বাণিজ্য, প্রশ্নপত্র ও ফলাফল ফাঁসের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ একথা বলেন। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে দুদক বিভাগীয় কার্যালয় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ‘মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি।

দুদক কমিশনার আরো বলেন, ‘আতঙ্ক সৃষ্টি করা বা কাউকে ভয়ভীতি দেখানো আমাদের উদ্দেশ্য নয়। প্রথমে মোটিভেশনের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে চাই। আমরা বিভিন্ন স্কুল-কলেজে যাব, সেখানে দুর্নীতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন। বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের প্রোগ্রামার মামুনুর রহমান।

মন্তব্য