ভারতের পাঁচ ভাষায় মুক্তি পায় তেলুগু ছবি ‘পুষ্পা—দ্য রাইজ’। ছবির জনপ্রিয় গান ‘সামি সামি’ তেলুগু ভাষায় গেয়েছেন মৌনিকা যাদব, হিন্দিতে সুনিধি চৌহান। বাংলা ভার্সনে কণ্ঠ দিয়ে আলোচনায় বাংলাদেশের সিঁথি। ২০ মে আদিত্য মিউজিক সিঁথির গাওয়া বাংলা ভার্সনটি প্রকাশ করে।
বিজ্ঞাপন