বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ‘অ্যানোনিমাস কনটেন্ট’ ও এজেন্সি ‘সিএএ’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এই নির্মাতা। নুহাশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘মশারি’ সম্প্রতি এসএক্সএসডাব্লিউ চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জেতায় প্রতিষ্ঠান দুটি তাঁকে চুক্তিবদ্ধ করে। ভবিষ্যতে তাদের অধীনে নেটফ্লিক্স, অ্যাপল টিভি+ ও অ্যামাজনের জন্য কনটেন্ট বানাবেন নুহাশ।
বিজ্ঞাপন