kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

বাঘিনী বিদ্যা

১৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবাঘিনী বিদ্যা

বিদ্যা বালান

হালে বলিউডে নারীপ্রধান ছবি তৈরির হিড়িক পড়েছে। তবে ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’ দিয়ে শুরুটা করেছিলেন বিদ্যা বালানই। অভিনেত্রী এবার আসছেন ‘শেরনি’ নিয়ে। আগামীকাল অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি।  লিখেছেন লতিফুল হক

‘মিশন মঙ্গল’, ‘নটখট’ ও ‘শকুন্তলা দেবী’—বিদ্যা বালানের সর্বশেষ মুক্তি পাওয়া তিন ছবি। প্রথমটি ভারতের মঙ্গল গ্রহে অভিযানের ঘটনা অবলম্বনে, যেখানে প্রকল্প পরিচালকের চরিত্রে অভিনয় করেন বিদ্যা। লিঙ্গ সমতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নটখট’-এ অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করেন। সর্বশেষটি ভারতের ‘মানব কম্পিউটার’খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিক। শুধু এ তিনটিই নয়, গেল এক দশক ধরেই বিদ্যা তাঁর সিনেমা দিয়ে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তাটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে। ‘আমার মতো অনেকেই পুরুষতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সে জন্যই এ প্রসঙ্গ বারবার পর্দায় উঠে আসে’, বলেন বিদ্যা। অনুমিতভাবেই অভিনেত্রীর নতুন ছবি ‘শেরনি’রও মূল বিষয়বস্তু একই—পুরুষতন্ত্র। তবে এর সঙ্গে প্রাণী হত্যা মিলিয়ে ছবির উপস্থাপনে অভিনবত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। ‘শেরনি’ অর্থ বাঘিনী। ২০১৮ সালের ২ নভেম্বর মহারাষ্ট্রের একটি জঙ্গলে অবনী নামের এক বাঘিনীকে হত্যা করা হয়। অভিযোগ ছিল—মানুষখেকো বাঘিনীটি ১৩ জনকে হত্যা করেছে। ঘটনাটি নিয়ে সেই সময় ভারত ও ভারতের বাইরে ব্যাপক বিতর্ক হয়। সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে  ছবিটি বানিয়েছেন অমিত মাসুরকর, যিনি ২০১৭ সালে বানিয়েছিলেন ব্যাপক প্রশংসিত ‘নিউটন’। ভারত সরকার ছবিটিকে অস্কারেও পাঠিয়েছিল। ‘শেরনি’তে বন কর্মকর্তার চরিত্রে বিদ্যা। ‘গল্প দুর্দান্ত। মানুষ-প্রাণীর দ্বন্দ্ব, সঙ্গে পরিবেশ ও পুরুষতন্ত্র আছে জোরালোভাবে। পুরো বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে’, বলেন বিদ্যা।

একই নামে প্রয়াত অভিনেত্রী ‘শ্রীদেবী’র একটি সিনেমা আছে। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘আমি যখন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হই তখনো নাম ঠিক হয়নি। পরে যখন ঠিক হলো খুব খুশি হলাম। শ্রীদেবীর সঙ্গে কিছু একটাতে তো মিল থাকল।’

তবে শুটিং করা সহজ ছিল না। গেল বছর জৈব সুরক্ষা বলয়ে মধ্যপ্রদেশে হয় শুটিং। কেউ কভিড পজিটিভ না হলেও হয় অন্য ঝামেলা। বন বিভাগের সঙ্গে ঝামেলায় কয়েক দিন শুটিং বন্ধ থাকে, যৌন হয়রানির অভিযোগে অভিনেতা বিজয় রাজ আটক হন। সব জটিলতা পেরিয়ে শেষ হয় শুটিং। বন কর্তার চরিত্রে অভিনয়ের প্রস্তুতির জন্য এই পেশার বেশ কয়েকজন মানুষের সঙ্গে দেখা করেন বিদ্যা। তাঁদের কাজের ধরন বোঝার চেষ্টা করেন। জেনেছেন তাঁদের প্রশিক্ষণ সম্পর্কেও। মুক্তির আগে বিদ্যা ফটোশুট করেছেন ‘শেরনি’ ছাপ শাড়ি পরে। প্রচারণার জন্য হলেও শাড়িটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। বিদ্যা ছাড়াও ‘শেরনি’তে আছেন নীরাজ কবি, বিজয় রাজ, মুকুল চন্দ্রর মতো অভিনেতারা।সাতদিনের সেরা