ঢাকার মঞ্চনাটক যাঁর হাত ধরে পেশাদারির দেখা পেল, সেই আলী যাকের না ফেরার দেশে চলে গেলেন ২৭ নভেম্বর। শক্তিমান এই সংগঠক, অভিনেতা-নির্দেশককে হারিয়ে অভিভাবক হারানোর শোকে মুষড়ে পড়েছে সংস্কৃতি অঙ্গন। শুধু মঞ্চেরই নয়, টিভি নাটকের ‘মামা’, ‘বড় চাচা’খ্যাত আলী যাকেরের জন্য শোকে ভেসেছে দেশের নানা প্রান্তের মানুষ। সপ্তাহজুড়ে চর্চিত হয়েছেন তিনিই।
মন্তব্য