kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

স্টার অব দ্য উইক

সাদেক বাচ্চু

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে  স্টার অব দ্য উইক

কে এস ফিরোজ, মহিউদ্দিন বাহার ও সাদেক বাচ্চু—এ সপ্তাহে পর পর তিন অভিনেতা পাড়ি দিয়েছেন পরপারে। সাদেক বাচ্চুকে নিয়ে সর্বসাধারণের আবেগ একটু বেশিই লক্ষ করা গেছে। শাবনাজ-নাঈম, শাবনূর, শাকিব খান থেকে শুরু করে বাপ্পী চৌধুরী—নব্বই দশকের  পর চলচ্চিত্রে যত নায়ক-নায়িকা এসেছেন প্রায় সবাই অভিনয়ের দীক্ষা নিয়েছেন বাচ্চুর কাছে। ১৪ সেপ্টেম্বর জনপ্রিয় এই অভিনেতাকে কেড়ে নিল করোনা।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা