kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

স্টার অব দ্য উইক

সনু সুদ

৪ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্টার অব দ্য উইক

পর্দায় কুখ্যাত সব চরিত্র করে দর্শকের ঘৃণাকুড়ানো এই খলনায়ক করোনাকালে বনে গেছেন বাস্তবের নায়ক। লকডাউনে কেরালায় আটকে পড়া ১৭৭ নারী শ্রমিককে তাদের রাজ্যে ফেরার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন, মুম্বাইয়ে আটকে পড়া উত্তর প্রদেশের ৫০০ শ্রমিককে খুঁজে বের করে ঘরে ফেরার ব্যবস্থাও করেছিলেন। এক শ্রমিক তো নবজাতক সন্তানের নামই রেখেছেন সনু সুদ।

মন্তব্যসাতদিনের সেরা