kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

আরেক কোরিয়ান

কে-পপই হোক বা সিনেমা—হালে কোরিয়ানরা বিনোদন দুনিয়ায় ভালোই দাপট দেখাচ্ছে। এই জগতে যাঁরা জনপ্রিয় তাঁদের মধ্যে উপরের দিকেই আছে কাং ড্যানিয়েলের নাম। ২৩ বছর বয়সী গায়ককে নিয়ে লিখেছেন লতিফুল হক

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেআরেক কোরিয়ান

কাং ড্যানিয়েল ছিলেন ‘ওয়ানা ওয়ান’ ব্যান্ডের সদস্য। ব্যাপক জনপ্রিয় এই ব্যান্ডটিতে কাজ করতে করতে কিছুটা একঘেয়ে লাগছিল। ঠিক করেন গান থেকেই বিরতি নেবেন। খ্যাতির শীর্ষে থেকে হঠাত্ই মাসছয়েকের বিরতি অবাক করেছিল তাঁকে। আলোচিত ব্যান্ড থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অনেকেই। তবে ড্যানিয়েল ঠিক গানে ফেরেন, নিজের একক ক্যারিয়ার নিয়ে। আর ফেরাটাও হয় দারুণ, ঝড়ের মতোই। গেল বছর তাঁর প্রত্যাবর্তনের ইপি ‘কালার অন মি’ কোরিয়া কাঁপিয়ে দেয়। প্রথম দিন ও প্রথম সপ্তাহে ইপি বিক্রির আগের রেকর্ড ভেঙে দেয়। প্রথম দিনে এটি বিক্রি হয় প্রায় সাড়ে তিন লাখ কপি! এরপর স্বভাবতই গেল বছরের সবচেয়ে আলোচিত শিল্পীতে পরিণত হন। ২০১৯ সালে ফোর্বসের করা ‘কোরিয়ান পাওয়ার সেলিব্রিটি’ তালিকায় গায়ক ছিলেন ৪ নম্বরে। ড্যানিয়েল গাওয়ার পাশাপাশি গানও লেখেন। নিজের গানগুলো নিজেই প্রকাশ করেছেন। এ জন্য খুলেছেন নতুন কম্পানি। গেল বছর ‘বিলবোর্ড’কে দেওয়া সাক্ষাত্কারে জানান নিজেকে নতুনভাবে চেনাতেই একক ক্যারিয়ার শুরু করেছেন, ‘নিজেকে প্রতি পদক্ষেপে বদলাতে চেয়েছি। লক্ষ করলে দেখবেন আগে যে ব্যান্ডের সঙ্গে ছিলাম তার সঙ্গে আমার একক ক্যারিয়ারের গানের গায়কি, কথা কিছুরই মিল নেই। শুরু থেকেই এমন কিছু করতে চেয়েছি, যা আগে হয়নি। ব্যান্ডে থাকলে অনেকের মর্জিমতো চলতে হয়। এককভাবে কাজ করলে এই বাধা নেই।’ নিজের ‘কোনেক্ট এন্টারটেইনমেন্ট’-এর প্রধান নির্বাহীও ড্যানিয়েল। ২৩ বছর বয়সে এত চ্যালেঞ্জ নিতে মোটেও পিছপা নন তিনি, ‘কাজের মতো আনন্দ আর কিছুতে নেই। যে কাজটা আপনি পছন্দ করেন সেটার মধ্যে ডুবে থাকলে ক্লান্তিও আসবে না। আমি সব সময়ই নিজের মতো কাজ করতে পছন্দ করি। নিজের কম্পানি থাকলেই কেবল সেটা সম্ভব।’

নিজেকে প্রতি পদক্ষেপে বদলাতে চেয়েছি। লক্ষ করলে দেখবেন আগে যে ব্যান্ডের সঙ্গে ছিলাম তার সঙ্গে আমার একক ক্যারিয়ারের গানের গায়কী, কথা কিছুরই মিল নেই।

নতুন খবর, নতুন গান ও শো নিয়ে হাজির হচ্ছেন এই তরুণ। এর বিস্তারিত না জানা গেলেও তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই নতুন প্রজেক্টের ঘোষণা দেবেন ড্যানিয়েল। বলা হচ্ছে প্রজেক্টটি তৈরি করা হচ্ছে মূলত যুক্তরাষ্ট্রের ভক্তদের কথা মাথায় রেখে। গেল বছরের শেষ থেকেই শারীরিক ও মানসিক নানা সমস্যার জন্য কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ড্যানিয়েল। নতুন প্রজেক্ট দিয়েই সেই বিরতি ভাঙবেন।

মন্তব্যসাতদিনের সেরা