kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

তাঁরাও জনপ্রিয়

সিনেমার মতো কোরীয় অভিনেতারাও ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছেন। কেউ কেউ তো সমানতালে হলিউডে অভিনয় করছেন। দেশটির জনপ্রিয় সাত অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে লিখেছেন খালিদ জামিল

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতাঁরাও জনপ্রিয়

লি বাইয়ুং-হান

লি বাইয়ুং-হান

 

কোরীয় তারকা বললে প্রথমেই মনে হয় ‘আ বিটারসুইট লাইফ’ অভিনেতার নাম। কোরিয়ার ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ‘মাস্টার’ ছবিতেও দেখা গেছে তাঁকে। নিয়মিত হলিউড ছবিও করেন লি বাইয়ুং-হান। ‘টার্মিনেটর জেনেসিস’, ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ ইত্যাদি ছবিতে দেখা গেছে তাঁকে।

 

মুন চিয়া উন

প্রথম জনপ্রিয়তা পান ‘ব্রিলিয়ান্ট লেগাছি‘ সিরিজ দিয়ে। এরপর ‘দ্য প্রিন্সেস ম্যান’ সিরিজ তাঁকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তাঁর উল্লেখযোগ্য ছবি ‘ওয়ার অব দ্য অ্যারোজ’। মুনের উল্লেখযোগ্য আরো দুই সিরিজ ‘গুড ডক্টর’ ও ‘দ্য ইনোসেন্ট ম্যান’। এখন সিরিজের পর্ব প্রতি ২১ হাজার ডলার পারিশ্রমিক পান মুন।

 

হাইয়ুন বিন

‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট’, ‘দ্য সুইনডার্স, ‘দ্য ন্যাগোসিয়েশ’, ‘র্যামপান্ট’খ্যাত অভিনেতা টিভিতেও সমান জনপ্রিয়। করেছেন ‘মাই নেম ইজ কিম সাম-সুন’, ‘সিক্রেট গার্ডেন’-এর মতো সিরিজ।

 

গং ইয়ো

মঞ্চ ও টিভি অভিনেতা আগে থেকেই দেশটিতে ব্যাপক জনপ্রিয়। কিন্তু ২০১৬ সালে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান ‘ট্রেন টু বুসান’, ‘দ্য এজ অব শ্যাডোজ’ দিয়ে। দুটোই বছরের অন্যতম ব্যবসা সফল ছবি ছিল। দ্বিতীয়টি ৮৯তম অস্কারে কোরিয়া থেকে মনোনীত হয়েছিল।

 

সং কাং-হো

অন্যতম সফল এই অভিনেতা ছিলেন অস্কার পাওয়া ‘প্যারাসাইট’ সিনেমাতেও। বং জুন-হোর সঙ্গে ‘মেমোরিজ অব মার্ডার’, ‘দ্য হোস্ট’সহ বেশ কয়েকটি ছবি করেছেন। পার্ক চান-উকের সঙ্গে করেছেন ‘জয়েন্ট সিকিউরিটি এরিয়া’।

 

পার্ক বো-ইয়ং

‘স্ক্যান্ডাল মেকার্স’, ‘আ ওয়ারউলফ’, ‘অন ইওর ওয়েডিং ডে’-এর একের পর এক হিট দিয়েছেন। হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। দেখা গেছে ‘দ্য সাইলেন্স’, ‘ওহ মাই ঘোস্ট’, ‘স্ট্রং গার্ল বং-সুন’-এর মতো টিভি সিরিজেও। ২০১২ সালে হরর ছবি ‘ডোন্ট ক্লিক’ হিট হলেও মজার ব্যাপার, ব্যক্তিজীবনে ভূতের ছবি মোটেও পছন্দ করেন না অভিনেত্রী। অভিনয় ছাড়াও গানেও দারুণ বো-ইয়ং। পিয়ানো, গিটার তো বাজাতে পারেনই, জানেন গাইতেও।

বায়ে ডোনা

বায়ে ডোনা

আন্তর্জাতিক অঙ্গনে আরেকজন পরিচিত কোরীয় অভিনেত্রী বায়ে ডোনা। বং জুন-হোর বিখ্যাত ‘দ্য হোস্ট’-এ দেখা গেছে তাঁকে। ছিলেন পার্ক চান-উকের ‘সিমপ্যাথি ফর মিস্টার ভেনজেন্স’-এও। করেছেন ‘ক্লাউড অ্যাটলাস’, ‘জুপিটার অ্যাসেনডিং’-এর মতো ইংরেজি ছবিও। দেখা গেছে নেটফ্লিক্সের জনপ্রিয় জম্বি থ্রিলার সিরিজ ‘কিংডম’-এও।

মন্তব্যসাতদিনের সেরা