kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংগ্রাম ছাড়াই বলিউডে

পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। তার পরও প্রায় বিনা পরিশ্রমেই বলিউডে কাজের সুযোগ পেয়েছেন তারা সুতারিয়া। আগামীকাল ‘মারজাবান’ মুক্তির আগে তাঁকে নিয়ে লিখেছেন খালিদ জামিল

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসংগ্রাম ছাড়াই বলিউডে

সিনেমাজগতে পা দিয়েই ছুটতে শুরু করেছেন। প্রথম বছরই মুক্তি পাচ্ছে দুই সিনেমা। সামনের বছর মুক্তির অপেক্ষায় আরো একটা। প্রথম ছবি মুক্তির আগেই করে ফেলেছিলেন বাকি দুই সিনেমার চুক্তি! সব মিলিয়ে তারা সুতারিয়ার বলিউডে শুরুটা দারুণ হলো। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে শুরু হলেও ছোট পর্দায় অবশ্য বেশ পরিচিত মুখ সুতারিয়া। ডিজনি চ্যানেল ইন্ডিয়ার ‘বিগ বড়া বুম’ অনুষ্ঠানে ভিডিও জকি হয়ে নজর কাড়েন। সেই সুবাদে ডাক আসে ডিজনির আরেক প্রডাকশন ‘আলাদিন’-এর রিমেকেও; কেন্দ্রীয় চরিত্র জেসমিনে অভিনয় করারও কথা ছিল সুতারিয়ার। কিন্তু পরে জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী নওমি স্কট রাজি হওয়ায় সুযোগটা হারাতে হয়। কাজটা করতে পারলে ক্যারিয়ারের চেহারাই পাল্টে যেতে পারত! অবশ্য এ নিয়ে খুব একটা আফসোস নেই। কারণ একেবারেই সিনেমার বাইরের পরিবার থেকে এত দূর যে এসেছেন, তাতেই খুশি অভিনেত্রী। পরিবারের কেউ সিনেমায় না থাকলেও এই জগতে জায়গা করে নিতে ছোট থেকেই প্রস্তুতি নিয়েছেন সুতারিয়া। সাত বছর বয়সেই গান শিখেছেন, ধ্রুপদি ও আধুনিক থেকে শুরু করে শিখেছেন পাশ্চাত্য ধাঁচের নাচও। তবে বলিউড পরিবারের বাইরে থেকে এ জগতে জায়গা করে নিতে যে সংগ্রামের কথা শোনা যায়, সুতারিয়ার ক্ষেত্রে সেটা হয়নি। ‘আমি বেশ ভাগ্যবান। অভিনয়ের স্বপ্ন সত্যি করতে বেশি কষ্ট করতে হয়নি। করণ জোহরের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলে তিনি আমাকে কথা দেন সুযোগ দেবেন। বলেন পড়াশোনা শেষ করে আসতে। পরে ঠিকই তিনি সুযোগ দেন’—বলেন সুতারিয়া।

করণ জোহরের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলে তিনি আমাকে কথা দেন সুযোগ দেবেন। বলেন পড়াশোনা শেষ করে আসতে। পরে ঠিকই তিনি সুযোগ দেন।

সুতারিয়ার দ্বিতীয় ছবি ‘মারজাবান’ মুক্তি পাচ্ছে আগামীকাল। মিলাপ জাবেরির ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে হূতেশ দেশমুখ ও সিদ্ধার্থ মালহোত্রাকেও। সিদ্ধার্থর সঙ্গে সুতারিয়ার কেমিস্ট্রিটা জমেছে বেশ। তাই সুতারিয়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে সুতারিয়া বলছেন অন্য কথা, ‘একসঙ্গে কাজ করলে এ ধরনের গুজব ছড়াবেই, বলিউডে কাজ করলে তাই এসবের সঙ্গে মানিয়ে নিতেই হবে।  সত্যিটা কী মানুষ দ্রুতই বুঝতে পারবে।’

মন্তব্য