বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১
বলিউড
ওয়ার [হৃতিক রোশান, টাইগার শ্রফ]
লাল কাপ্তান [সাইফ আলি খান]
দ্য স্কাই ইজ পিংক [প্রিয়াঙ্কা চোপড়া]
সাই রা নরসিমা রেড্ডি [চিরঞ্জীবী, নয়নতারা]
ড্রিম গার্ল [আয়ুষ্মান খুরানা, নুসরত ভরুচা]
হলিউড
মেলফিসেন্ট ২ [অ্যাঞ্জেলিনা জোলি, এল ফ্যানিং]
জোকার [হকিন ফোনিক্স]
জম্বিল্যান্ড : ডাবল ট্যাপ [এমা স্টোন]
দি অ্যাডামস ফ্যামিলি [এনিমেশন]
জেমিনি ম্যান [উইল স্মিথ]
আড়ালের তারা
বোমান ইরানি
আড়ালের ইরানি
২০০৩ সাল থেকে অভিনয় করে চলেছেন। পার্শ্ব চরিত্র হিসেবে তাঁকে খুবই সফল বলা যায়। আলোচনায় আসেন রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’ দিয়ে। এরপর ‘ম্যায় হু না’, ‘বীর-জারা’, ‘হাউসফুল’, ‘জলি এলএলবি’—কোথায় নেই তিনি! তবে তাঁকে সবচেয়ে দারুণভাবে ব্যবহার করেছেন রাজু হিরানি। ‘মুন্না ভাই’-এর পর ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’—সব ছবিতেই পাওয়া গেছে মজার মজার চরিত্রে। তবে অভিনয় সাফল্য পেলেও তাঁকে নিয়ে আলোচনা হয় কমই। এটা নিয়ে অবশ্য ইরানির কোনো আক্ষেপ নেই। বিখ্যাত তাজ হোটেলের ওয়েটার হিসেবে পেশাগত জীবন শুরু করা অভিনেতা চলচ্চিত্র থেকে যা পেয়েছেন তাতেই খুশি। অভিনেতার ছোটবেলার জীবনও ছিল সংগ্রামের। কিছু বিকাশগত সমস্যার জন্য আর দশটা শিশুর চেয়ে আলাদা ছিলেন, পরে ধীরে ধীরে স্বাভাবিক হন।
বোমান ইরানি অভিনীত নতুন ছবি ‘মেড ইন চায়না’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। কমেডি ঘরানার ছবিতে আরো আছেন রাজকুমার রাও, মৌনি রায়।
মন্তব্য