kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

জন্মকথা

‘আদর পেয়ে ভীষণ দুষ্টু হয়েছিলাম’

রিয়াজ অভিনেতা

২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আদর পেয়ে ভীষণ দুষ্টু হয়েছিলাম’

আমার পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী, বোনরাই দিয়েছিলেন নামটা। ২৬ অক্টোবর ১৯৭২ সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় আমার জন্ম। যুদ্ধ-পরবর্তী সময়, চারদিকে তখনো অস্থিরতা কমেনি। আমরা আট ভাই-বোন। এর মধ্যে একমাত্র বড় ভাই বাদে বাকি সবাই বোন। সবার ছোট আমি। বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিকী ফরিদপুর জজকোর্টে চাকরি করতেন। মা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। বাবা যেহেতু সরকারি চাকরিজীবী, তাই আমাদের বাড়ি যশোরে হলেও ফরিদপুরেই থাকতে হয়। ১৮ বছর ছিলাম সেখানে। জন্মের সময় বাবা ফরিদপুর জজকোর্টে চাকরিরত। শৈশব-কৈশোর কেটেছে কমলাপুর সিঅ্যান্ডবি স্টাফ কোয়ার্টারে। শিক্ষাজীবন শুরু হয় তারার মেলা লিটল ফ্লাওয়ার স্কুলে। আমার জন্মটা স্বাভাবিকভাবে বাড়িতেই হয়েছিল। সবার ছোট, তাই আদর পেয়ে ভীষণ দুষ্টু হয়েছিলাম। তবে পড়াশোনায় ফাঁকি দিইনি। বরাবর ভালো রেজাল্ট করেছি, এটা বলতে পারি। ছোটবেলা থেকেই ভালো সাইকেল চালাতে পারতাম, সাঁতার কাটতে পারতাম। সত্যি বলতে, শোবিজে আসার আগে আমাদের কাছে জন্মদিনটা স্পেশাল কিছু ছিল না।

 

অনুলিখন : ইসমাত মুমু

 

মন্তব্যসাতদিনের সেরা