kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

ওয়েবে নতুন

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়েবে নতুন

এল কামিনো

ব্রেকিং ব্যাডের ফিরে আসা

‘ব্রেকিং ব্যাড’ টিভি সিরিজ প্রেমীদের কাছে সবচেয়ে পছন্দের সিরিজগুলোর একটি। ২০১৩ সালে প্রচার শেষ হয়ে গেলেও সিরিজ নিয়ে এখনো আলাপ হয়। এই সিরিজের নাম বললেই নস্টালজিয়ায় ভোগেন সিরিজপ্রেমীরা। ‘ব্রেকিং ব্যাড’ নিয়ে দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখেই নেটফ্লিক্স তৈরি করেছে ‘এল কামিনো : আ ব্রেকিং ব্যাড মুভি’। মূলত সিরিজ শেষ হওয়ার পর দর্শকের মনে যেসব প্রশ্ন এসেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছে ছবিটি। তবে প্রচারের পর দর্শকদের তেমন সাড়া পায়নি এটি। অনেকেরই মত, ‘ব্রেকিং ব্যাড’-এর সঙ্গে এটার কোনো তুলনাই চলতে পারে না, এটা দেখে কেবল নস্টালজিকই হওয়া যায়।

‘এল কামিনো : আ ব্রেকিং ব্যাড মুভি’ তৈরি করেছেন ‘ব্রেকিং ব্যাড’-এর স্রষ্টা ভিন্স গিলিয়ান। তিনি অবশ্য বলছেন, সিরিজ শেষের পরে কী কী হতে পারে সেটা নিয়েই ছবিটি করেছেন তিনি। ছবির প্রধান চরিত্র করেছেন অ্যারন পল।

মন্তব্যসাতদিনের সেরা