kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

শুভ জন্মদিন

জ্যান্ত কই মাছ ছিলাম!

জন্মকথা

মেহের আফরোজ শাওন   

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজ্যান্ত কই মাছ ছিলাম!

আমার জন্ম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে; যদিও আমার সব সার্টিফিকেটে লেখা জামালপুর, যেহেতু আমার গ্রামের বাড়ি জামালপুর। জানি না ছোটবেলায় সার্টিফিকেটে কিভাবে এই গরমিল হয়েছে। বাবা তখন মাত্র চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছেন। সে কারণে প্রতিটি জন্মদিনে শুনতে হয়, আমার জন্মের সময় বাবার হাত একেবারে খালি ছিল। চার ভাই-বোনের মধ্যে আমি দ্বিতীয়, বড় ভাই আর আমার ছোট দুই বোন। বাবার খুব মেয়েসন্তানের শখ। আমার জন্মের খবর শুনে খুব খুশি হলেন। বাবা বলেন, জ্যান্ত কই মাছ যেমন লাফায়, জন্মের পর আমি নাকি তেমন লাফাচ্ছিলাম। ব্যবসার প্রথম বিলটা বাবা পান আমার জন্মের পরপরই, এটা তিনি সব সময় বলেন। যার কারণে আমাকে হাসপাতাল থেকে ছাড়াতে বেগ পেতে হয়নি। এই গল্প মা-বাবার মুখে অনেক শুনেছি। যদিও আমার ধারণা, সন্তান যখন বড় হয়, তখন অনেক গল্পই ডালপালা ছড়ায়। অনেক রং মাখানো হয়। তবে গল্পটা আমার অনেক সুন্দর লাগে। আমার জন্ম সার্জারির মাধ্যমে হয়েছিল। জন্মসাল ১৯৮১, এটা নিয়েও কিঞ্চিৎ সন্দেহ হতো আমার। মাকে একসময় প্রায়ই জিজ্ঞেস করতাম। পরে মায়ের কাছ থেকে একেবারে ছোটবেলার সার্টিফিকেট সংগ্রহ করেছি। আমি তো ক্লাস থ্রি থেকে নাচ শিখতাম। তখন পাওয়া পুরস্কারের সঙ্গে বয়সটাও বাড়তে থাকে। তাই এই বয়সে হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই।

অনুলিখন : ইসমাত মুমু

 

এ সপ্তাহে জন্মদিন

১১ অক্টোবর—১৭ অক্টোবর

 

১১ অক্টোবর

অপু বিশ্বাস

 

১২ অক্টোবর

মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, মৌসুমী হামিদ, নাদিয়া মিম

 

১৩ অক্টোবর

টোকন ঠাকুর

 

১৫ অক্টোবর

হাবিব ওয়াহিদ

১৬ অক্টোবর

ইমন সাহা

মন্তব্য