মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২
৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
কেটি পেরি
গায়িকার বিরুদ্ধে অভিযোগ, র্যাপার ফ্লেমের ‘জয়ফুল নয়েজ’-এর সুর নকল করেছেন তাঁর ‘ডার্ক হর্স’ গানে। বরাবরই অস্বীকার করেছেন কেটি। তবে আদালত সেটা আমলে নেয়নি। ১ আগস্ট লস অ্যাঞ্জেলেস আদালতের রায়, প্রায় ২৩ কোটি টাকা জরিমানা দিতে হবে কেটিকে।
মন্তব্য