kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

অন্তর্জাল থেকে

১১ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জাল থেকে

আশনা হাবিব ভাবনা

 

সূর্যের আলোই হলো সেরা মেডিসিন।

[২০ দিনের ছুটিতে যুক্তরাজ্যে গেলেন। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখেছেন। লন্ডনের রাস্তায় তোলা ছবি দিয়ে ভাবনার পোস্ট]

সিয়াম আহমেদ

আমার ‘সোনার ডিম পাড়া ডিরেক্টর’-এর সঙ্গে। আমরা আবারও একসঙ্গে ফিরছি।

বড় চমকের জন্য অপেক্ষা করুন।

[অমিতাভ রেজার নির্দেশনায় একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন সিয়াম। শুটিংয়ে পরিচালকের সঙ্গে তোলা ছবি দিয়ে নায়কের পোস্ট]

সারা আলী

আমি খুশি, কারণ তুই আমার ভাই। আমি হাসি, কারণ এখানে তোর কিছুই করার নেই।

[ভাই ইব্রাহিমের সঙ্গে ছবি দিয়ে সারার টুইট]

সোনাক্ষী

আমার পাগলা ‘লুটেরা’ বাবা রণবীর সিংকে জন্মদিনের অনেক শুভ কামনা। এমন পাগলই থেকো সারা জীবন।

[‘লুটেরা’ সহশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোনাক্ষীর টুইট]

মন্তব্যসাতদিনের সেরা