kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

নির্বাচিত উক্তি

সুনীল গ্রোভার, ভারতীয় অভিনেতা

১১ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচিত উক্তি

‘কমেডি নাইটস উইথ কপিল’-এ ‘গুত্থি’ সেজে জনপ্রিয় হলাম; কিন্তু এই চরিত্রের কারণে আমার ছেলে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। ওর বন্ধুরা ওকে রীতিমতো খেপাত, ‘তোর বাবা তো মেয়ে মানুষ!’ বুঝতে পেরে একদিন ওকে শপিং মলে নিয়ে গেলাম। ও দেখল, লোকজন আমার কাছে ছুটে এসে ছবি তুলতে চাইছে, অটোগ্রাফ নিচ্ছে। তখন ওকে বললাম, বাবা, আমি এই মানুষদের মুখে হাসি ফোটানোর কাজটা করি। এখন আমিই ছেলের সবচেয়ে প্রিয় মানুষ।

মন্তব্যসাতদিনের সেরা