kalerkantho

বুধবার  । ১৮ চৈত্র ১৪২৬। ১ এপ্রিল ২০২০। ৬ শাবান ১৪৪১

নতুন অ্যালবাম

১১ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

ফেরদৌস আরার ‘নজরুলসংগীতসমগ্র : নবম খণ্ড’। গান রয়েছে ১২টি—‘নীলাম্বরী শাড়ী পরে’, ‘সৃজন ছন্দে আনন্দে’, ‘মোরা আর জনমে’, ‘ঝরা ফুল দলে কে অতিথি’, ‘তুমি যখন এসেছিলে’, ‘রহি রহি কেনো’, ‘তেপান্তরের মাঠে’, ‘ও মন রমজানের ওই রোজার শেষে’, ‘কারার ঐ লৌহকবাট’, ‘ওরে নীল যমুনার জল’, ‘একাদশীর চাঁদরে ওই’ এবং ‘চোখের নেশায় ভালোবাসা’। সংগীতায়োজনে গায়িকা নিজেই। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।

মন্তব্যসাতদিনের সেরা