kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

তারকার প্রিয়

ক্যাটরিনার প্রিয়

২০ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাটরিনার প্রিয়

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ মূলত রোমান্টিক ঘরানার ছবি পছন্দ করেন। আপত্তি নেই রোমান্টিক কমেডি বা মিউজিক্যালেও। তবে হরর একদম নয়। অভিনেত্রীর প্রিয় ছবির তালিকায় আছে ‘গন উইথ দ্য উইন্ড’, ‘প্রিটি ওম্যান’, ‘ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল’ ইত্যাদি। জুলিয়া রবার্টস, মেগ রায়ান, হিউ গ্রান্ট ক্যাটরিনার প্রিয় অভিনেতা-অভিনেত্রী। তাঁর টিভি বা ওয়েব সিরিজ খুব একটা দেখা হয় না। তবে অবশ্যই দেখেছেন ‘গেম অব থ্রোনস’। এটা তাঁর কাছে ‘অবিশ্বাস্য এক নির্মাণ’। ভারতে এমন কিছু তৈরি হলে অভিনয় করতে চান সেখানে।

মন্তব্য